ঢাকা-১৭ আসনের নির্বাচনে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানানোসহ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিরোধীদের বিক্ষোভে হামলা-মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৪১ প্রবাসী একাডেমিক-পেশাজীবী সম্মিলিত বিবৃতি দিয়েছে। বিবৃতিতে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা উসকে দেয়া বা সহিংসতাকে প্রশ্রয় না দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঢাকা-১৭ আসনের অতি সম্প্রতি ঘটে যাওয়া উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় লোকজনের যোগসাজশে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর ঘটে যাওয়া হামলা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একইসাথে, সাম্প্রতিক নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিরোধী দলগুলোর আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রায় ক্ষমতাসীন দলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছি। হামলার পরিণতিতে এরই মধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা লক্ষীপুরে সজীব (৩০) নামে একজন রাজনৈতিক কর্মীর করুণ মৃত্যু হয়েছে । আমরা এই হত্যাকাণ্ডের স্বাধীন, নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা উসকে দেয়া বা সহিংসতাকে প্রশ্রয় না দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
একই সাথে, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর ভয়ডরহীনভাবে মত প্রকাশের স্বাধীনতা ও সভা-সমাবেশের অধিকারকে সম্মান প্রদর্শন করার জন্য। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন
1. ড. হাসান মাহমুদ, এসিস্ট্যান্ট প্রফেসর, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, কাতার
2. ড. আব্দুল আজিজ, মোনাশ বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া
3. ড. জামাল উদ্দীন, কর্নেল বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
4. শাফকাত রাব্বী অনিক, এডজাঙট ফ্যাকাল্টি, টেক্সাস ডালাস বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
5. ড. মো. আহসানুল হক, আরহাস বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক
6. ড. ইমতিয়াজ খান, এসোসিয়েট প্রফেসর, কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যুক্তরাজ্য
7. ড. মো. মাহদী হাসান, রিসার্চ এসোসিয়েট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা
8. ড. রাকিবুল ইসলাম, সিনিয়র রিসার্চার, মোনাশ বিশ্ববিদ্যালয়
9. ড. ফাহাম আব্দুস সালাম, লেখক
10. ড. জাহেদ আরমান, এসিস্ট্যান্ট প্রফেসর, ফার্মিংহাম স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
11. মো. ইমরান হোসাইন (আনসারী), এডজান্ট্ক ফ্যাকাল্টি, নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
12. সুলতান মোহাম্মদ জাকারিয়া, পিএইচডি স্টুডেন্ট, উইসকনসিন-মেডিসন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র; বাংলাদেশ ও পাকিস্তান কান্ট্রি স্পেশালিষ্ট, এমনেস্টি ইন্টারনেশনাল
13. ড. মুহাম্মদ নাজমুল ইসলাম, এসিস্ট্যান্ট প্রফেসর, আঙ্কারা ইয়েলদেরিম বায়েজিদ বিশ্ববিদ্যালয়; এডজাঙট ফ্যাকাল্টি, আঙ্কারা বিশ্ববিদ্যালয়, আঙ্কারা, তুরস্ক
14. শিব্বির আহমদ, মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
15. হাসান মাহমুদ, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা
16. মো. ফাহিম, লিডস বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
17. জুনাইদ আলমামুন, ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
18. মো. তালহা, বার্গেন বিশ্ববিদ্যালয়, নরওয়ে
19. সামছুল ইসলাম চৌধুরী, গ্রাজুয়েট স্টুডেন্ট, আলবুর্গ বিশ্ববিদ্যালয়, কোপেনহেগেন, ডেনমার্ক
20. খন্দকার আব্দুর রাকিব, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভাইন, যুক্তরাষ্ট্র
21. মো. সাজ্জাদুর রহমান চৌধুরী, জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
22. মীর হাসান, ব্রেমেন বিশ্ববিদ্যালয়, জার্মানী
23. শামসুল আরেফিন, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়,এমহার্স্ট, যুক্তরাষ্ট্র
24. মিজানুর রহমান, পিএইচডি ক্যান্ডিডেট, পলিটেকনিকো ডি টোরিনো, ইতালি
25. মো. আল আমিন, গ্রাজুয়েট স্টুডেন্ট, জর্জিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
26. এস. আলম, গ্রাজুয়েট স্টুডেন্ট, প্রুড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
27. মো. রহমতুল্লাহ, পিএইচডি স্টুডেন্ট, সাইথ এশিয়ান বিশ্ববিদ্যালয়, ভারত
28. জাহিদুল ইসলাম, ঘেন্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়াম
29. আহমদ জুবায়ের, পিএিচডি রিসার্চার, সেলজুক বিশ্ববিদ্যালয়, তুরস্ক
30. ইখতিয়ারুল আরেফিন, ইরাসমাস স্কলার, সেন্ট্রাল ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়, ভিয়েনা
31. শাহজালাল শুভ, আলাবামা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্টড়
32. বিলাল হোসাইন, সোয়াস, যুক্তরাজ্য
33. মানজুর এইচ মাসউদ, উইসকনসিন-মেডিসন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
34. মো. সহিদুল ইসলাম, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
35. মিনহাজুল আবেদিন, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, তুরস্ক
36. হাসান আল মোনেম, ইউনিভার্সিটি অফ লুইসিয়ানা, যুক্তরাষ্ট্র
37. রাহনুমা সিদ্দিকা, পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইন, যুক্তরাষ্ট্র
38. কাজী রুহুল্লাহ শাহরিয়ার, টেনিসে বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
39. কাজী মুকিতুল ইসলাম, বোস্টন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
40. আফজাল জামি সাইয়েদ আলী, ব্যারিস্টার-এ-লেজিস চেম্বারস, হলবর্ন, লন্ডন
41. সাকিব মোহাম্মদ, গ্রাজুয়েট স্টুডেন্ট, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স
© 2023 | All Right Reserved | Developed By WebGet