জেনারেল জিয়া দম্ভ করে বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’। টাকা কোনো সমস্যা না। আর লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান স্কাইপিতে বলেছে, ‘টাকার কোনো অভাব হবে না।’ পিতা যা বলেছে পুত্র তাই বলছে। এত টাকা এলো কোথা থেকে। তারেক রহমান আর রজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে। সেই তারেক রহমান এখন বলে, টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। আন্দোলন হয় না, এ বছর না ওই বছর আন্দোলন হবে। এ বছর বলে রোজার ঈদের পর আন্দোলন হবে, এরপর বলে কোরবানি ঈদের পর আন্দোলন হবে। এরপর বলে পরীক্ষার পর আন্দোলন হবে। এভাবে দেখতে দেখতে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর। আন্দোলন বিএনপির নাগালে এলো না।
শনিবার বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই টাকার ৪০ কোটি শেখ হাসিনা সরকার উদ্ধার করেছে। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ জানে।
ওবায়দুল কাদের বলেন, জেনারেল জিয়া দম্ভ করে বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’। টাকা কোনো সমস্যা না। আর লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান স্কাইপিতে বলেছে, ‘টাকার কোনো অভাব হবে না।’ পিতা যা বলেছে পুত্র তাই বলছে। এত টাকা এলো কোথা থেকে। তারেক রহমান আর রজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে। সেই তারেক রহমান এখন বলে, টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও।
তিনি বলেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ভিসানীতি দিয়ে তাকে ভয় দেখিয়েছে। নিষেধাজ্ঞা দিয়ে তাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বললেন ‘আমি শেখ মুজিবের কন্যা আমাকে ভয়ে দেখিয়ে কোনো লাভ নেই।’ যত ভয়, হুমকি আসুক বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করবেন না, মাথা নত করতে পারেন না। গতকাল বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা কবিরহাটে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
© 2023 | All Right Reserved | Developed By WebGet