কোরআন পোড়ানোর প্রতিবাদস্বরূপ সৌদি আরব ডেনমার্কের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি প্রকাশ্যে কোরআন পোড়ানোর ঘটনায় সৌদি আরব ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ডেনিশ কূটনীতিককে একটি প্রতিবাদ নোট উপস্থাপন করে তাতে ‘ধর্মীয় শিক্ষা, আন্তর্জাতিক আইন এবং নিয়ম লঙ্ঘন করে’ এমন কাজ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব ধর্মীয় বিদ্বেষকে উৎসাহিত করে এবং উসকে দেয় এমন সব কাজ প্রত্যাখ্যান করে।’
সুইডেন এবং ডেনমার্কে প্রকাশ্যে কোরআন পোড়ানোর ফলে অনেক মুসলিম দেশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুসলিম দেশগুলো সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
গত মাসে সুইডেনে এক ইরাকি অভিবাসী কোরআন পুড়িয়ে ফেলে। এরপর একদল ইসলামবিরোধী গোষ্ঠী কোপেনহেগেনে ইরাকি, মিশরীয় ও তুর্কি দূতাবাসের সামনে কোরআনে আগুন দেয়।
গত সপ্তাহে সৌদি আরব কোরআন পোড়ানো ও অবমাননার নিন্দা জানাতে সুইডিশ চার্জ ডি অ্যাফেয়ার্সকেও তলব করেছিল। মন্ত্রণালয় সুইডিশ কর্তৃপক্ষকে একটি প্রতিবাদ নোট দিয়ে ‘অসম্মানজনক কাজগুলো বন্ধ করার জন্য অবিলম্বে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার’ আহ্বান জানায়।
বৃহস্পতিবার অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ঘোষণা করেছে , সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের কাউন্সিলের জন্য একটি বিশেষ ভার্চুয়াল অধিবেশন আগামী ৩১ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে। ওআইসি টুইট বার্তায় বলেছে , কোরআন পোড়ানোর মতো ঘটনার পুনরাবৃত্তি নিয়ে আলোচনা করার জন্য সৌদি আরব এবং ইরাক এই অধিবেশনের অনুরোধ করেছে।
ভাষান্তর: হামিদুর রশিদ জামিল
© 2023 | All Right Reserved | Developed By WebGet