সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়া বুয়েটের ২৪ জনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থীকে গ্রেফতার অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী ৩৩ বিশিষ্ট শিক্ষাবিদ ও পেশাজীবী।
শুক্রবার (৪ আগস্ট) ইউনিভার্সিটি অব আরভাইনের গ্র্যাজুয়েট ফেলো মুহাম্মদ আব্দুর রাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা ৩৪ জন শিক্ষার্থীর অসাংবিধানিক গ্রেফতারের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ভুক্তভোগীদের মধ্যে ২৪ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র এবং যখন তাদের হেনস্থা করা হয় তারা সুনামগঞ্জের তাহিরপুরে ছুটি কাটাচ্ছিলেন। পুলিশের দাবি, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিল। প্রমাণ হিসাবে বলা হয়, এই ছাত্ররা রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামীর সঙ্গে যুক্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। যদিও ভুক্তভোগীদের অভিভাবকরা দাবি করেছেন, ভুক্তভোগীরা উক্ত ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না। আমরা জোর দিয়ে বলতে চাই যে, যতক্ষণ ছাত্রশিবির একটি বৈধ ছাত্র সংগঠন, ততক্ষণ সন্দেহভাজন বা প্রমাণিত ছাত্রশিবির সদস্যদের গ্রেফতার করা বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন।
গ্রেফতারকৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি করে বিবৃতিতে বলা হয়, ছাত্রদের জামিন দেওয়ায় আমরা সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেলেও, আমরা বিশ্বাস করি তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করা; তাদের এবং তাদের পরিবারকে যে মানসিক, শারীরিক, অর্থনৈতিক, একাডেমিক এবং অন্যান্য দুর্ভোগের শিকার হতে হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদান করা; না হলে সামান্য জামিন প্রদান পর্যাপ্ত না।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ ও সংগঠনের অধিকারের ওপর দৃঢ়ভবে গুরুত্বারোপ করছি। আমরা বলছি না পুলিশ শিবির সম্পৃক্ততার যে অভিযোগ করেছে তা সত্য, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অভিযোগটি সত্য হলেও সেই ৩৪ জন কোনো অংশেই কম ভুক্তভোগী হয়ে যান না। নাগরিক স্বাধীনতা হরণকারী এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর পূর্বে ভুক্তভোগীরা প্রকৃতপক্ষে ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিল কিনা তা যাচাই করার কোনো প্রচেষ্টাকেও আমরা ভুক্তভোগীদের দোষ তালাশের সনাতন উদাহরণ হিসেবে নিন্দা জানাই।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন-
ড. মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক, ফিল্যান্ডার স্মিথ বিশ্ববিদ্যালয়, লিটল রক, আরকানসাস
ড. মোহাম্মদ আহসানুল হক, আরহুস ইউনিভার্সিটি, ডেনমার্ক
ড. জোবায়ের মাহমুদ, এনালিস্ট, সাউদার্ন নিউ হেম্পসায়ের ইউনিভার্সিটি
ড. আব্দুল আজিজ, মিডিয়া অ্যান্ড কালচারাল স্টাডিজের প্রভাষক, মোনাশ ইউনিভার্সিটি, মালয়েশিয়া
ড. মো. নাজমুল ইসলাম, কার্টার স্কুল ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজোলিউশন, জর্জ মেসন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
ড. জাহিদুল ইসলাম সরকার, কোজায়েলি ইউনিভার্সিটি, তুর্কিয়ে
ড. মাহমুদুল হাসান, পোস্ট-ডক্টোরাল গবেষক, ইউনিভার্সিটি অব পিটসবার্গ, যুক্তরাষ্ট্র
মো. আব্দুল্লাহ আল মামুন, পোস্টডক্টরাল ফেলো, হার্ভার্ড মেডিকেল স্কুল, এমএ, মার্কিন যুক্তরাষ্ট্র
মীর সাব্বির হাসান, রাইটিং প্রশিক্ষক, ব্রেমেন বিশ্ববিদ্যালয়, জার্মানি।
মো. কামরুল ইসলাম, পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্রশিব্বির আহমদ, পিএইচডি স্টুডেন্ট, মিশিগান স্টেট ইউনিভার্সিটি
এম এইচ মাহমুদ, ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি, কানাডা
মুহাম্মদ আব্দুর রকিব, ইউসি আরভাইন
মো. সাজ্জাদুর রহমান চৌধুরী, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
আবু তৈয়ব আহমেদ, পিএইচ.ডি. স্টুডেন্ট, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
এস. আরেফিন, পিএইচডি স্টুডেন্ট, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
মো. তালহা, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব বারগেন, নরওয়ে
শামসুল চৌধুরী, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আলবর্গ ইউনিভার্সিটি, কোপেনহেগেন, ডেনমার্ক
কাজী মুকিতুল ইসলাম, পিএইচডি স্টুডেন্ট, বোস্টন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
ইমরুল হাসান, এমএসসি স্টুডেন্ট, আরডব্লিউটিএইচ আচেন ইউনিভার্সিটি, জার্মানি
মো. মোহিমেনুল ইসলাম (মারুফ),গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া
এস ইসলাম,গ্র্যাজুয়েট স্টুডেন্ট, পুরডু্ ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
এম ফাহিম, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব লিডস, যুক্তরাজ্য
মুহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান
এন এইচ এম আরাফাত, গ্রাজুয়েট স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব টলেডো, মার্কিন যুক্তরাষ্ট্র
মুনতাসির মাহদী, পিএইচডি স্টুডেন্ট, অবার্ন ইউনিভার্সিটি, আলাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র
তানজিলুর রহমান, পিএইচডি স্টুডেন্ট, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
মুহাম্মদ মারুফ বিল্লাহ, পিএইচডি স্টুডেন্ট, টেক্সাস টেক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
সরোয়ার তারেক, পিএইচডি স্টুডেন্ট, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
মো. রোকনুজ্জামান, পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
রাহনুমা সিদ্দিকা, পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব ইলিনয়, যুক্তরাষ্ট্র
বোরহান উদ্দিন, পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব মিজৌরি, যুক্তরাষ্ট
ড. মো. মোসলেহ উদ্দিন, গবেষক, ন্যাশনাল রিনিউয়াবল এনার্জি ল্যাবরেটরি, যুক্তরাষ্ট্র
ড. মো. রেজাউল হাসান, এসেম্বলি ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার, ইনটেল কোর্পোরেশন, যুক্তরাষ্ট্র।
© 2023 | All Right Reserved | Developed By WebGet