আগামী বছরই খাঁচার মধ্যে মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। এবার মাস্ক জানালেন, ওই লড়াই তিনি তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) সরাসরি প্রচার করবেন। আর এ থেকে যে অর্থ আয় হবে, তা তিনি দান করে দেবেন। এ খবর দিয়েছে ডন।
খবরে জানানো হয়, গত জুন মাসে মাস্ক ও জাকারবার্গ একে অপরের বিরুদ্ধে লড়তে সম্মত হন। লাস ভেগাসে আয়োজিত হবে ওই ম্যাচ। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে দর্শকের হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে মাস্ক-জাকারবার্গ লড়াই। ইলন মাস্ক জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট এক্সের মালিক। আর জাকারবার্গের অধীনে আছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম।
এক্সে করা এক পোস্টে মাস্ক বলেন, জাক বনাম মাস্ক লড়াই এক্সে সরাসরি প্রচারিত হবে। আর এ থেকে সব আয় বয়স্কদের কল্যাণে ব্যয় করা হবে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি মাস্ক।
এর আগে রবিবার আরেক পোস্টে মাস্ক বলেন, তিনি নিয়মিত ভারোত্তলন করছেন এবং নিজেকে ওই লড়াইর জন্য প্রস্তুত করছেন। তিনি আরও জানান, তার ব্যায়াম করার কোনো সুযোগই নেই। তাই তিনি অফিসেই ভারোত্তলন করছেন।
সম্প্রতি টুইটারকে টেক্কা দিতে নতুন মাইক্রোব্লগিং সাইট আনেন জাকারবার্গ। থ্রেডস নামের ওই সাইটটি যদিও দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে। প্রথম কয়েক দিন প্রচুর ব্যবহারকারী পেলেও, এখন আর তেমন কেউ ব্যবহার করছে না থ্রেডস।
© 2023 | All Right Reserved | Developed By WebGet