রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. মনিরুজ্জামান। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
শনিবার সকালে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। তাকে তারা কি কারণে হত্যা করেছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নয়। তবে আমরা আশঙ্কা করছি সে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।
জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে পায়ে হেটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© 2023 | All Right Reserved | Developed By WebGet