রাজনীতিতে...
আপনি গৎবাঁধা প্রচলিত ধারার বাইরে গিয়ে, কর্মে ও আচরণে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করবেন? দেশ-মাটি ও মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবেন? কিংবা নীতি-আদর্শে আপোষ না করে অন্যায় অনিয়মের প্রতিবাদ করবেন??
আপনার প্রতি সবার আশা, ভরসা, প্রত্যাশা, আবেগ, ভালোবাসা, হতাশা, অভিমান, অভিযোগ, অনুযোগ। আপনাকে ঘিরে চলবে বাহারী আলোচনা, তীর্যক সমালোচনা, হরেক রকম ষড়যন্ত্র...দিনশেষে আপনি শো-অফ কারী, বেশি বোঝেন, অনেকক্ষেত্রে বেয়াদব এবং ব্যর্থ!
আপনি কোনরূপ পরিবর্তনের চেষ্টা না করে, দেশ, সমাজ, সাধারণ মানুষ কিংবা দল ও নেতা-কর্মীর জন্য ইতিবাচক কিছু চিন্তা না করে, স্রোতের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে, বহুকালের প্রচলিত ধারায় রুটিন মাফিক পলিটিক্যাল চায়ের আড্ডা, সভা-সমাবেশ, মিটিং-মিছিল, প্রটোকল, হাজিরা প্রভৃতিতে সময় অতিবাহিত ও নিজের ভাগ্যোন্নয়নে মনোনিবেশ করবেন।
দেখবেন, আপনার প্রতি কারো কোন প্রত্যাশা, অভিযোগ, অনুযোগ, হতাশা, ক্ষোভ, আবেগ, ভালোবাসা কিছুই নাই। আপনাকে ঘিরে কোন আলোচনা-সমালোচনাও নাই।
দিনশেষে, আপনি নিতান্তই 'ভালো মানুষ' এবং গতানুগতিক 'সফল' রাজনীতিবিদ
গোলাম রাব্বানীর ফেসবুক পেজ থেকে নেওয়া
© 2023 | All Right Reserved | Developed By WebGet