ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উপহার দেওয়া সেই তরবারি সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তর করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম এ তথ্য জানান।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দেন মোহাম্মদ হারুন অর রশীদ। ওইদিন বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তরবারি তুলে দেন ডিবিপ্রধান। মোহাম্মদ হারন অর রশীদ বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক।
© 2023 | All Right Reserved | Developed By WebGet