মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আইনজীবী আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তাদের করা এক আপিল আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হল আজাদের একক বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি নিন্ম আদালতের দেওয়া ১০ হাজার টাকা জরিমানা স্থগিত করা হয়।
তাদের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটনি জেনালের এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ রায় দেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। ২১ সেপ্টেম্বর ৫০ পৃষ্ঠার পুর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সাজাপ্রাপ্তরা সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান তারা।
১০ বছর আগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি। সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
© 2023 | All Right Reserved | Developed By WebGet