ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। আজ শুক্রবার বাদ জুমা এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনিদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজ শেষ হওয়ার পর বিক্ষোভ মিছিল শুরু করেন মুসল্লিরা।
বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল হয়। সংগঠনগুলোর মধ্যে রয়েছে খেলাফতে মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন, ইউনাইটেড মুসলিম উম্মাহ, বাংলাদেশ ইসলামী যুব জোট, বাংলাদেশ শান্তি সংঘ।
বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়। পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর এলাকা ঘুরে মিছিলটি পল্টন মোড়ে এসে শেষ হয়।
বিক্ষুব্ধ মুসল্লিরা ইসরায়েলের জাতীয় পতাকা পোড়ান। তাঁরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকাও পোড়ান।
© 2023 | All Right Reserved | Developed By WebGet