আমাকে নির্মাণ করো
তোমার ইচ্ছে মতো
কোমল হাতের স্পর্শে
রূপায়ণ করো আমার অবয়ব।
নামকরণ করতে পারো ব্রহ্মপুত্র
কিংবা পরিচিত কোনো নদীর নামে
নদী ভেবে সাতঁরাতে পারো আমার ভেতর।
উন্মুক্ত স্নান সেরে পরতে পারো
সাদা কিংবা হলুদরঙা শাড়ি,
নুপুর পায়ে হাঁটতে পারো,
তোমারই নির্মাণ করা জলদাড়ায়।
© 2023 | All Right Reserved | Developed By WebGet