ভালবাসা, স্বাধীনতা অথবা মানবতা
একেকটা শব্দ নাকি মারণাস্ত্র?
শব্দ হলে তো তার অস্তিত্ব,
নামের সাথে বিষয় বস্তুর সাদৃশ্য,
বাস্তব জীবনে সত্যিকার প্রয়োগ থাকা চাই।
কিন্তু আমি কখনো এই শব্দগুলোর অস্তিত্ব খুঁজে পাইনি,
এমনকি সত্যিকারের প্রয়োগও দেখিনি।
পৃথিবীতে এগুলো নিছক মারণাস্ত্র
কেননা মানুষ তো এগুলোকে কেন্দ্র করেই
হরহামেশাই মরছে, আগুনে পুড়ে মরার মতো,
পোকা মাকড়ের মতো মরছে।
সত্যিকার শব্দ কখনো মানুষকে মারতে পারে না
মানুষকে মৃত্যুর মুখে লেলিয়ে দিতে পারে না।
এসব পদ মারণাস্ত্রের সমার্থক হয়েও
শব্দ নাম নিয়েছে, শব্দের আড়ালে মারণাস্ত্রের কাজ চালিয়ে যাচ্ছে,
উন্মাদ আর বদ্ধ পাগল মানুষরা সেই মারণাস্ত্রের মধ্যে
শব্দ আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে আছে।
ক্ষমতালোভীরা সে নেশায় আগুন জ্বালিয়ে দিয়েছে,
নেশার আগুন, মরার আগুন।
সেই আগুনে মানুষ পুড়ে মরছে;
আর ভালবাসা, স্বাধীনতা, মানবতা আগুনের আড়ালে শব্দ সাজার ভান ধরে আছে,
প্রতিমুহুর্তে মানুষের তামাশা দেখছে।
কতগুলো বুদ্ধিজীবী সুযোগ বুঝে
আদিম যুগ থেকে ভালবাসা, স্বাধীনতা অথবা মানবতাকে
পার্লারি ঢংগে সাজিয়ে দেবার দায়িত্ব গ্রহণ করছে,
আর বোকা মানুষদের সাথে বোকা বানানোর খেলা খেলছে।
আর বোকা মানুষ সেগুলোর পেছনে ছুটছে,
যেমন আইটেম গানের নায়িকাকে দেখে মানুষ ছোটে।
ভালবাসা,স্বাধীনতা অথবা মানবতা
এসবের কি কখনো উদ্দেশ্য ছিল?
এসব তো কেবল গুটি কয়েক মানুষের মাধ্যম,
নিজের এবং রাষ্ট্রের নামে গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের মাধ্যম।
যখন নিজের প্রয়োজন পড়েছে,
তখন এসব ফালতু শব্দের পশড়া সাজিয়ে
বুদ্ধিজীবীরা বোকা মানুষদের বোকা বানিয়েছে
সেই সুযোগে ভালবাসা,স্বাধীনতা অথবা মানবতা
বিশাল শব্দের স্বীকৃতি পেয়েছে।
মানুষ সেগুলোর পূজা-অর্চনা শুরু করেছে
সেগুলোকে কেন্দ্র করে নিজের জীবন নষ্ট করেছে,
বুদ্ধিজীবীরা চালাকি করে সেই নষ্টকে উৎসর্গ নাম দিয়েছে।
মানুষ তার পূজনীয় শব্দগুলো প্রতি মুহূর্তে আওড়ায়
সেগুলো ভোগ করতে চায়, ভোগ করতে না পেরে
মারামারি বাঁধায়,নিজের অস্তিত্ব বিলীন করে;
অতপর, মানুষ ভালবাসা, স্বাধীনতা অথবা মানবতা নামক মরীচীকায় হারিয়ে যায়,
ক্ষমতালোভী অথবা বুদ্ধিজীবীরা ভালবাসা, স্বাধীনতা অথবা মানবতার মাজার তৈরি করে,
মাজারকে কেন্দ্র করে মানুষকে বোকা বানায়।
মানুষ নিজের জীবনকে, জীবনের সাথে জড়িত অন্য জীবনকে বঞ্চিত করে,
সেই মাজারে পড়ে থাকে, পাগল হয়ে ছোটে, ছোটে অকাল মৃত্যুর পথে।
পৃথিবীর সেরা জাতি, মানুষ কখনো জানতে চায় না
ভালবাসা কি, কোথায় তার অস্তিত্ব
স্বাধীনতা অথবা মানবতা কি, কোথায় তার অস্তিত্ব।
যা আছে, যাকে পরিচয় করিয়ে দেয়া হয়
তা অন্ত:সারশূন্য নাকি বাস্তবতা বিবর্জিত বুলি ।
© 2023 | All Right Reserved | Developed By WebGet