এখন পর্যন্ত তৃতীয় ইন্তিফাদা চলমান আছে। যদিও ইসরায়েল নতুন ফন্দি-ফিকির করতে ব্যস্ত।
নতুন ফিলিস্তিন গড়ার চুক্তি ও পরিকল্পনা : ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক গোপন চুক্তির নথি ফাঁস হয়। এর নাম দেওয়া হয় Deal of the century! চুক্তি মোতাবেক ফিলিস্তিন নামে কোনো দেশ থাকবে না। এর নাম হবে ‘নিউ প্যালাস্টাইন’। এটি গাজা ভূখণ্ড, জিহুদিয়া পর্বত ও পশ্চিম তীরের সামারিয়া এলাকা নিয়ে গঠিত হবে। এছাড়া জেরুজালেমকে শহরকে ভাগ না করে এটি নিউ প্যালেস্টাইন ও ইসরায়েলের যৌথ রাজধানী হবে। নগরীর আরব বাসিন্দারা হবে নিউ প্যালেস্টাইনের নাগরিক আর ইহুদীরা হবে ইসরায়েলের নাগরিক।
জেরুজালেমের নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে আর শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকবে নিউ প্যালেস্টাইনের হাতে। পানি, বিদ্যুৎ, পৌরকরসহ সব ধরনের আদায়ের ক্ষমতা পাবে ইসরায়েল। মিশর নিউ প্যালেস্টাইনে একটি বিমানবন্দর, কলকারখানা নির্মাণ, বানিজ্যিক ও কৃষি খাতে ব্যবহারের জন্য জমি লিজ আকারে দেবে। চুক্তি বাস্তবায়নে আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা ইহুদি বসতিগুলি ইসরায়েলের সাথে সংযুক্ত করা হবে। নিউ প্যালেস্টাইনের বিভিন্ন প্রকল্পে ৩০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা আসবে। উভয়ের মধ্যে একটি সুরক্ষা চুক্তি সম্পাদন হবে। বিদেশি আগ্রাসনে ইসরায়েলকে নিউ প্যালেস্টাইনের অর্থ সহায়তা দিতে হবে। হামাস তার হাতে থাকা সব অস্ত্র মিশরের কাছে জমা দেবে। সরকার গঠনের আগ পর্যন্ত হামাসের নেতাকর্মীরা সহযোগী দেশগুলো থেকে বেতন পাবে। চুক্তির এক বছরের মাথায় নিউ প্যালেস্টাইনে সাধারণ নির্বাচন হবে।
এই চুক্তি ফাঁসের ঘটনা ঘটলে তীব্র প্রতিক্রিয়া জানায় পিএলও, হামাসসহ অন্য সংগঠনগুলো। মূলত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখার নতুন পরিকল্পনাই হলো এই চুক্তির মূল উদ্দেশ্য। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু বলে মনে করেন অনেক বিশ্লেষক। এমনকি কথিত আছে, তার মেয়ে জামাতা ইভানকা ট্রাম্পের স্বামীও একজন ইহুদি ছিলেন। যিনি হোয়াইট হাউসের একজন উপদেষ্টা ছিলেন। তার নাম জ্যারেড কুশনার। মূলত তার ইন্ধনেই ট্রাম্প ইসরায়েলের স্বার্থ রক্ষায় এতটা তৎপর হয়ে উঠেছিলেন। চলবে...
লেখক: প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
© 2023 | All Right Reserved | Developed By WebGet