চাঁদপুরে সুবিধাবঞ্চিত পাঁচ নারীকে ৫টি সেলাই মেশিন ও এক মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করেছে জেসিআই ঢাকা এস্পিরেন্টস।
এই প্রকল্পের লক্ষ্য চাঁদপুর জেলার সদর থানার অন্তর্গত একটি গ্রামে সুবিধাবঞ্চিত ও অদক্ষ মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার সুযোগ তৈরি করা। উপজেলাটি রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এবং পর্যাপ্ত সড়ক অবকাঠামোর অভাব রয়েছে। স্বাক্ষরতার হার প্রায় ৫৫% হলেও কর্মসংস্থান ২৯% মাত্র।
তারই পরিপ্রেক্ষিতে জেসিআই ঢাকা এস্পিরেন্টস ৫ জন সুবিধাবঞ্চিত নারীকে ৫টি সেলাই মেশিন প্রদান করে এবং চাঁদপুর সদর উপজেলার ঢাকা এস্পিরেন্টস সদস্য ফাহিম ও স্থানীয় একটি দর্জির দোকানের সহায়তায় তাদের জীবিকা নির্বাহের জন্য এক মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করে। উপজেলায় মাত্র ৩৪২টি দরজির ইউনিট রয়েছে যেখানে মাত্র ১০২৬ জনের কর্মসংস্থান রয়েছে। তাই এই জনগোষ্ঠীতে এ খাতে প্রবৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
কার্যকরী প্রশিক্ষণ এবং সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে তারা নিজেরা ব্যবসা শুরু করা এবং উদ্যোক্তা হওয়ার মনোভাব পোষণ করেছে। তাদের এই দক্ষতা সমাজের নারীদেরও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে পারবে যার মাধ্যমে তাদের দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে এবং তারা পরিবার এবং সমাজের চোখে সম্মান ও আত্মমর্যাবান হিসেবে প্রতিষ্ঠিত হবে। আগামীতে ঢাকা এস্পিরেন্টস এর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ নারীরা এই বাড়তি আয় তাদের সন্তানদের শিক্ষা খাতে ব্যবহার করতে পারবে, যা ওই অঞ্চলের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে এবং সমাজ থেকে দারিদ্র্য দূর করবে। এই নারীদের মেয়েরাও তাদের মায়েদেরকে নিজেদের রোল মডেল হিসাবে দেখবে এবং একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে অবদান রাখবে।
জেসিআই -এর RISE উদ্যোগের অংশ হিসাবে, জেসিআই ঢাকা এস্পিরেন্টস তাদের অর্থনীতির খাতে অবদানের সুযোগ তৈরি এবং এবং স্বাবলম্বী হওয়ার পথ খুলে দিতে এইমানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করেছে।
প্রকল্প প্রধান ও স্থানীয় পরিচালক অ্যাডভোকেট উম্মে হানি উপা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক অনিক ও সাধারণ সদস্য ফাহিম প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
© 2023 | All Right Reserved | Developed By WebGet