তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের একটি আঞ্চলিক সংগঠন জেসিআই ঢাকা এস্পিরেন্টস এ বছরের চতুর্থ সাধারণ সদস্য মিটিং(GMM) এবং ডে-আউট কুমিল্লার হোম্নাতে আয়োজন করে। মনোরম পরিবেশে ও আনন্দ আড্ডায় দারুন সময় পার করে ঢাকা এস্পিরেন্টস।
সংগঠনের সভাপতি রাফায়েলুর রহমান মেহেদীর নেতৃত্বে ডাইরেক্টর রিয়াদ ও মোহাম্মদ সালাউদ্দীনের তত্বাবধানে ডে-আউট ইভেন্টি আয়োজিত হয়। একই দিনে সাধারণ সদস্য মিটিং (GMM) অনুষ্ঠিত হয় সংগঠনের প্রেসিডেন্ট রাফায়েল আর এম মেহেদীর পরিচালনায়। মিটিং এ সাধারণ আইনি পরামর্শক মোহাম্মদ সালাউদ্দীন এ বছরের প্রজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং রিপোর্ট উপস্থাপন করেন।
© 2023 | All Right Reserved | Developed By WebGet