তরুণ ব্যবসায়ী ও পেশাদারদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের আঞ্চলিক সংগঠন জেসিআই ঢাকা এস্পিরেন্টস এ বছরের জেসিআই ডিসকভারি ট্রেইনিং এবং পল্লী সবুজায়ন প্রকল্পের দ্বিতীয় পর্ব গত ২৭ অক্টোবর কুমিল্লার হোম্নাতে সম্পন্ন করে।
বৃক্ষরোপণ ও মনোরম পরিবেশে ট্রেনিং করার মাধ্যমে দারুণ সময় পার করে ঢাকা এসপিরেন্টস।
মধ্যাহ্নভোজ শেষে প্রথমে পল্লী সবুজায়ন প্রকল্পের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়। এই প্রকল্পের অধীনে বনজ, ফলজ বৃক্ষরোপণ করে খালি জমি সবুজায়নের আওতায় আনা হয়।এরপর বিকালে সংগঠনের প্রেসিডেন্ট রাফায়েলুর রহমান মেহেদী জেসিআই ডিসকভার ট্রেইনিং প্রদান করেন। দুর্দান্ত ট্রেনিং সেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির ভিন্ন রকম উৎসাহ পেয়েছে ঢাকা এস্পিরেন্টসের সদস্যরা।
জেসিআই ডিসকভার ট্রেইনিংয়ে জেসিআই ইতিহাস, মিশন, ভিশন এবং এর কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। জেসিআই নতুন নেতৃত্ব তৈরিতে কাজ করে যারা বর্তমান ও আগামীর বিশ্বে টেকসই প্রভাব রেখে যাবে।
© 2023 | All Right Reserved | Developed By WebGet